উল্লাপাড়ায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল
উল্লাপাড়ার কৃষকগঞ্জ বাজার-শাহজাদপুর আঞ্চলিক সড়কে সলপ ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের পাশে অবস্থিত সেতুর স্লাবের মাঝের বেশ কিছু অংশ ভেঙে গেছে। এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এই রাস্তাটিতে যানবাহন চলাচল অনেকটা বন্ধের পথে। এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, কৃষকগঞ্জ বাজার-শাহজাদপুর আঞ্চলিক সড়কটি ওই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাই সাইকেলসহ ব্যাটারিচালিত ভ্যান রিক্সা চলাচল করে থাকে। চলতি বছরের শুরুতে এই সড়ক সেতুর উপরের স্লাবের বেশ কিছু অংশ ভেঙে যায়। ফলে প্রায় ৩ মাস ধরে এই পথে চলাচল একরকম বন্ধ হয়ে আছে। স্থানীয় লোকজন এই সড়ক সেতুর উপর দিয়ে পায়ে হেঁটে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
কৃষকগঞ্জ ও নলসোন্দা বাজারের ব্যবসায়ীরা জানান, কোনাবাড়ী গ্রামের পাশের সড়ক সেতুর স্লাব ভেঙে যাওয়ায় তারা এই পথে তাদের মালামাল পরিবহন করতে পারছেন না। ৭ কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে মালামাল পরিবহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের পরিবহন ব্যয় বেড়ে গেছে অনেক।
এ ব্যাপারে এলজিইডির উল্লাপাড়া কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সেতুর বিষয়টি তার কার্যালয় জেনেছে। দ্রুত তদন্ত করে সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। দূর হবে জনগণের দুর্ভোগ।
এসইউ/এএন