সিলেটে লেগুনা শ্রমিক-মালিকদের সংঘর্ষ

সিলেট নগরীর ধোপাদীঘি পাড়ে পরিবহন স্ট্যান্ডের আধিপত্য নিয়ে লেগুনা মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ধোপাদীঘির পাড়ের ওসমানী শিশু উদ্যানের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছে।
এ ঘটনায় শ্রমিক-মালিক কারও বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওসমানী শিশু উদ্যানের সামনের স্ট্যান্ড দখল নিয়ে লেগুনা মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এ সময় দুটি লেগুনার গ্লাস ভাংচুর করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর দেড়টার দিকে লাঠিসোটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা এ সংঘর্ষ চলে। এ সময় দুপক্ষের লোকজন পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
দুপুর আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন জানান, পরিস্থিতি শান্ত আছে।
এসইউ/এসটি/এএন
