নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে তিন কিশোর আটক

নওগাঁর বর্ষাইল গ্রামে এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালের দিকে বেশ কয়েকজন শিশু-কিশোর খেলাধুলা করছিল বাড়ির পাশে। এক পর্যায়ে তিন কিশোর ৯ বছর বয়সী ওই শিশুকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসী অভিযুক্ত ওই তিন কিশোরকে আটক করে রাখে। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাদের।
তিনি আরও জানান, ওই শিশুর বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত কিশোরদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এসআর/এএন
