বরিশালে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। এছাড়া আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের প্রফুল্ল ওঝার চায়ের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের ভবরঞ্জন রায়ের ওষুধের দোকান, মন্মথ হালদারের ওষুধের দোকান, প্রফুল্ল ওঝার চায়ের দোকান, লিটন দাসের ওষুধের দোকান, হরশিদ ঘরামির ও সজল বাড়ৈর টেইলার দোকান, সঞ্জয় পাণ্ডের ডেকোরেটরের দোকান, সজল বালার ইলেকট্রনিক্স দোকান, গোবিন্দ শীলের সেলুন দোকান, পথিক হালদারের গার্মেন্টস ও কসমেটিক্সের দোকান, সমীর ঘটকের স্বর্ণের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।
বাজারের ব্যবসায়ী পথিক হওলাদার জানান, ‘দুপুরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে তার দোকানসহ ১০ দোকান ভস্মিভূত হয়েছে। আগুনে ১০ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে আগুনের খবর শুনে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্পবাস্তায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস।
/এএন