বীরগঞ্জে ট্রাক চাপায় ৩ বন্ধু, বিরামপুরে সবজি বিক্রেতা নিহত
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে দুর্ঘটনার শিকার হন তারা। এছাড়া বিরামপুরে একজন সবজি বিক্রেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বীরগঞ্জে নিহত তিন কিশোরের নাম, শাহরিয়ার শুভ (১৫), সাহাদত (১৬) এবং মোজাহিদ (১৫)। তারা তিন জন একই বিদ্যালয়ের সহপাঠী এবং বীরগঞ্জ উপজেলার মাকড়াই স্লুইচগেট এলাকার বাসিন্দা। শাহরিয়ার শুভর বাবার নাম আফছার আলী, শাহাদতের বাবার নাম জাহাঙ্গীর হোসেন এবং মুজাহিদের বাবার নাম শুক্কর আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে শাহরিয়ার শুভ এবং সাহাদত নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মেরাজ আলী জানান, সংবাদ পেয়ে যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেন বীরগঞ্জ থানা পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা।
বিরামপুর থানার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, সকাল ১১টার দিকে বিরামপুর পৌর শহরের দোয়েল মোড়ে সেনা বাহিনীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে রমিজ উদ্দিন (৬২) নামে একজন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বিরামপুরের উত্তর কাটলা গ্রামের মৃত সইম উদ্দিনের ছেলে। ভ্যানের অন্য আরোহী অক্ষত রয়েছে।
/এএন
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)