বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

নওগাঁয় ভোট দিয়েছেন মৃত ২৫ ব্যক্তি!

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নে নানারকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জন মৃত ব্যক্তির ভোট কাস্টিং দেখানোয় জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

২৬ ডিসেম্বর খেলনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯.১৬ পারসেন্ট ভোট কাস্টিং এবং ১১ জন ভোটারের অনুপস্থিতিও দেখানো হয়।

ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন।

এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. নাজমুল হোসেন, ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুস সালাম, আনারস প্রতীক নিয়ে মো. আলহিল মাহমুদ চৌধুরী এবং লাঙ্গল প্রতীক নিয়ে মো. আবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহিল মাহমুদ চৌধুরী ৩ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে নাজমুল হোসেন পান ৩ হাজার ৬১৬ ভোট।

ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আলহিল চৌধুরী পান ৪৫৯ ভোট এবং নৌকার প্রার্থী নাজমুল হোসেন পান ৪২৬ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০২ জন। ভোট কাস্টিং দেখানো হয়েছে ১ হাজার ২৯১ জন। অর্থাৎ ভোট কাস্টিংয়ের হার ৯৯.১৬ শতাংশ।

বাতিল ভোট দেখানো হয়েছে ১৭৫। নির্বাচনে ভোট প্রদানের জন্য ১১ জন ভোটার অনুপস্থিতি দেখানো হলেও খোঁজ নিয়ে জানা গেছে ২৫ জন মৃত ব্যক্তির নামে ভোট কাস্টিং দেখানো হয়েছে। যাদের ভোটার নাম্বার যথাক্রমে- ভগবানপুর গ্রামের মৃত ইদ্রিস আলী (০০৩), মৃত বুধু সিং (০৫১), মৃত তিলন সিং (০৮৭), মৃত হরিপদ মাহাতো (১০৩), মৃত গোপাল চন্দ্র মাহাতো (১৩০), মৃত ভবেশ চন্দ্র মাহাতো (১৩৪), মৃত নবকৃমার মাহাতো (১৪২), মৃত গৌর সিং (১৪৯), মৃত বিশ্বনাথ সিং (১৫৮), মৃত রিয়াজ উদ্দিন (২২৭), মৃত কছিমদ্দিন (২৩০), মৃত নূর মোহাম্মদ (২৭৯), মৃত গীতা সিং (০৫৪), মৃত শিব বালা মাহাতো (০৬৮), মৃত লক্ষী রাণী মাহাতো (০৯৮), মৃত নিয়তী মাহাতো (০৯৯), মৃত নিবু বালা মাহাতো (১২৮), মৃত পুসনী সিং (১৩৫), মৃত জসবা মাহাতো (১৫৬), মৃত বুধই সিং (১৬৩), মৃত মাজেদা বেগম (১৯৩), মৃত সুফিয়া বেগম (২৬২), মৃত হাছনা বেগম (২৬৭), মৃত বিবিনা খাতুন (২৬৯) ও মৃত জহুরা বেগম (২৬১)।

এছাড়া বিদেশে অবস্থানরত ৭ জনের নামে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তারা হলেন, জর্ডানে অবস্থানরত ভবগানপুর গ্রামের রেখা বেগম (০১৬), মোছা. ডলি বেগম (০২৯), সৌদি আরবে অবস্থানরত মো. ছয়ফুল আলম (০১২), কুয়েতে অবস্থানরত মনোরঞ্জন সিং (০৮৫), সিঙ্গাপুরে অবস্থানরত মো. রাহাবুল ইসলাম (২৮৯), জয়নাল আবেদীন (০৭৪), মালয়েশিয়ায় অবস্থানরত সানাউল।

একই কেন্দ্রে মহিলা মেম্বারদের ক্ষেত্রে ভোট কাস্টিং হার দেখানো হয়েছে ৮৬.৮৭ শতাং। চেয়ারম্যান ও মহিলা মেম্বার প্রার্থীর রেজাল্ট শিটে আলাদা ভোট কাস্টিংয়ের হার উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, লোকজনকে মারধর ইত্যাদি অভিযোগ এনে খেলনা ইউপি নির্বাচনে নৌকার পরাজিত প্রার্থী মো. নাজমুল হোসেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি গত ২৬ ডিসেম্বর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন এবং ভোট পুনর্গণনার জোর দাবি জানান। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্র করে কৌশলে তাকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নৌকা প্রতীকের মনোনীত পোলিং এজেন্ট মো. সোহেল রানা বলেন, কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোট শেষ হওয়ার আগেই তার কাছ থেকে কাগজপত্রে স্বাক্ষর করে নেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আলহাজ জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান জানান, সবার সামনে ভোট গণনা করা হয়েছে, কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হয়েছে।

মৃত ব্যক্তির ভোট কাস্টিং বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা কৌশলে এড়িয়ে যান।

উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, কেন্দ্রের সব দায়-দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। এখানে নির্বাচন কর্মকর্তার কোনো ভূমিকা নেই।

রিটার্নিং কমর্কতা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা যেভাবে ফলাফল জমা দিয়েছেন আমরা সেভাবে ঘোষণা করেছি। এখানে আমাদের কিছু করার নেই। কোনো অভিযোগ থাকলে গেজেট প্রকাশের পর বিধিসম্মতভাবে আপত্তি প্রদান করতে হবে।’

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, এ বিষয়ে তার কিছু বলার নেই।

এসআর/এএন

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন