পূর্ব শত্রুতার জেরে ৩ জনকে পিটিয়ে জখম
বরিশালে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাই এবং গৃহবধূকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন রুবেল হোসেন এবং তার ছোট ভাই জুয়েল ও গৃহবধূ রনি আক্তার। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের র্সাজারি বিভাগে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাকিল ও সুজন নামে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর বান্দরোড এলাকায় মহিলা ক্রীড়া সংস্থার সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মিলনের নেতৃত্বে সুজন, সাকিল, শাকিল ইসলাম এবং মিঠুন নামে ৫জন লাঠি, ধারালো অস্ত্র ইত্যাদি নিয়ে পথরোধ করে রুবেল, তার ছোট ভাই জুয়েল এবং রুবেলের স্ত্রী রনি আক্তারকে পিটায়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের পর রুবেলের স্ত্রী রনি আক্তারকে লাঞ্ছিত করা চেষ্ট করে। এক পর্যায় স্থানীয়রা টের পেলে সেখান থেকে র্দুবৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলা মহিলা ক্রীড়া সংস্থার একটি রুমে অবৈধভাবে বসবাস করে আসছে।
রুবেলের ছোট ভাই জুয়েল জানান, ‘আমার বড় ভাইয়ের সঙ্গে মিলনের কথা কাটাকটি হয়। সেই ক্ষোভে আমাদের একসঙ্গে পেয়ে মিলনসহ আরও ৪-৫ জন এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে আমার বড় ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।
আহত রনি আক্তার বলেন, ‘আমর স্বামীকে আমার সামনে পিটাচ্ছিল। আমি ধরতে গেলে আমার কোলে থাকা ছোট বাচ্চাটাকে ওরা কেড়ে নিয়ে ফেলে দেয়। এরপর আমাকেও ওরা মারধর করে। মারধরের এক পর্যায়ে আমি এবং আমার স্বামী (রুবেল) অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সত্যতা পেলে আমরা আইনুগত ব্যবস্থা নেবো।’
এসও/এএন