নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলন, জরিমানা
শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী মাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর ইজারা বহির্ভূত ও ভারত সীমানাঘেঁষা কালাকুমা এলাকা থেকে রাতের আঁধারে কতিপয় বালু ব্যবসায়ী বালু উত্তোলন করে আসছিল।
এ অবস্থায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহন বন্ধে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা চান উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে জাহাঙ্গীর নামে এক বালু ব্যবসায়ী অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকে পরিবহন করছিলেন।
খবর পেয়ে স্থানীয় রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ওই ট্রাকসহ বালু জব্দ করেন। পরে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এএজেড