শেরপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ইসমাইল হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা রত্না বেগম। শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চরহাবর বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার আমিন মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে বসতঘরের পাশে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য আগুন দেয় পরিবারের সদস্যরা। পরে ওই আগুন গোয়াল ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশু ইসমাইল বসতঘরে আটকা পড়ে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে পুড়ে যায় দুটি বসতঘর ও একটি গোয়াল ঘর।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা যায়নি।
শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ
