কুষ্টিয়ায় ১০ কি.মি. এলাকাজুড়ে জ্বলছে আগুন, ফসলি জমি-বসত বাড়ি পুড়ে ছাই
ছবি: সংগৃহীত
প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যেদিকে চোখ যায় শুধু আগুনের লেলিহান। পুড়ে ছাই হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল ও বসত ভিটা। এমন ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায়।
রবিবার (১০ মার্চ) ভেড়ামারা ফায়ার সার্ভিসের চারটি টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।
আগুনের তীব্রতা এতোই বেশি যে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবকিছু। একের পর এক পানের বরজ, ফসলি জমি ও বসত ভিটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে।
এদিকে নিজেদের বসত ভিটা ও জমির ফসল পুড়তে দেখে কৃষকদের বুক ফাটা আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে চারটা টিম ঘটনাস্থলে কাজ করছে। পার্শ্ববর্তী মিরপুর এবং ঈশ্বরদী থেকেও ফায়ার সার্ভিস এর কয়েকটি টিম ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।