এনজিও ঋণের দায়ে দরিদ্র কৃষকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও ঋণের দায়ে মহিদুল ইসলাম (৫০) নামে এক দরিদ্র কৃষক ঘাস মারা বিষপানে আত্নহত্যা করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে সে মৃত্যুবরণ করেন।
নিহত মহিদুল ইসলাম দামুড়হুদায় উপজেলার দর্শনা থানার মেমনগর গ্রামের মৃত ফকির চাঁদ এর ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, নিহত মহিদুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্থ হয়ে মানষিক ভাবে ভেঙ্গেপড়ে। পাওনাদার এনজিওগুলোর প্রতিনিয়ত তাগাদা ও অকথ্য ভাষায় কথা শোনার পর লজ্জা-ঘৃণায় শুক্রবার সন্ধা ৭ টার দিকে ঘাস মারা বিষপান করে।
তাঁর বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকাল ৮ টার দিকে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা আছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্ত করা হবে।