আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (৮ মার্চ) জুমার নামাজের আগমুহূর্তে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুট গোডাউনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুমার নামাজের কিছুক্ষণ আগে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে গেলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, "আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। তবে এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর পরই ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।"
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
