সাভারে আওয়ামী লীগের সমাবেশ শুরু

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাভার পৌর এলাকার রেডিও কলোনী স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। এতে প্রধান অথিতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে বিকেল ৪ টার দিকে উপস্থিত হন।
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত এই জনসভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য জাহাংগীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে এই জনসভার আয়োজন করেছে সাভার থানা ও পৌর আওয়ামী লীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগ।
এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থল রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজের মাঠে জড়ো হয়ে থাকেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। তাদের অনেকেই রঙিন পোশাকে সজ্জিত হয়ে আসেন। পরিপূর্ণ সমাবেশস্থল।
এএজেড
