আগুনে পুড়ে নিহত দুই শিশুর মা গ্রেপ্তার

আজ মংগবার দুপুর ৩.৩০ মিনিটে ঢাকার পল্টন থানার কাকরাইল এলাকা থেকে মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক তন্ময় মন্ডল ও ডিবি পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার করে মাদারীপুর সদর থানায় নিয়ে আসেন। গতকাল সোমবার মাদারীপুর সদর থানায় নিহতের বাবা মানিক বৈদ্যর ভাইয়ের বউ রত্না রানী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দুই শিশুসন্তানকে ঘরে রেখে দরজায় ছিটকিনি লাগিয়ে মা গিয়েছিলেন কাজে। আর বাবা রয়েছেন জেলহাজতে। এমন অবস্থায় ঘরে আগুন লাগে। এলাকাবাসী গিয়ে আগুন নেভান। তারা ঘরের দরজা খুলে দুই শিশুর দগ্ধ লাশ উদ্ধার করেন।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের মওলা মাতুব্বরের বাড়িতে এই আগুনের শিকার হয় তারা। শিশুদের বয়স এক থেকে তিন বছরের মধ্যে।
সদর উপজেলার শ্রীনদী গ্রামের মানিক বৈদ্যের ছেলে তারা। এ সময় নিহত শিশু মিঠু ও মানবের মা এবং নানীর খোজ পাওয়া যায়নি। নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এএজেড
