বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার

শাহ সারোয়ার কবির। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটের দিকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Header Ad
Header Ad

যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ইসলাম ধর্মাবলম্বীদের কবরস্থানে হামলার ঘটনা ঘটেছে। দেশটির কারপেন্ডার্স পার্ক এলাকায় অবস্থিত একটি কবরস্থানে এই হামলা চালানো হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, ইসলামবিদ্বেষ থেকেই এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৫টি কবর। ধারণা করা হচ্ছে, যেসব কবর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অধিকাংশই শিশু ও কিশোরদের।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করতে নজরদারি জোরদার করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও সমাবেশ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় ইউরোপজুড়ে ইসলামবিদ্বেষও আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছে অধিকারকর্মীরা।

Header Ad
Header Ad

তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এক তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা অবস্থায় এক বৃদ্ধ বারবার অশালীন অঙ্গভঙ্গি করছেন।

ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় উঠেছিলেন। যাত্রাপথেই ঘটনার শিকার হন। গন্তব্যে পৌঁছানোর পর যখন তিনি অভিযুক্তকে জিজ্ঞাসা করেন, তখন বৃদ্ধ বিষয়টি অস্বীকার করেন।

পুলিশ জানায়, ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা বিষয়টি আমলে নেয়। তদন্ত করে অভিযুক্ত বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্স চালু করেছে বিশেষ হটলাইন। যে কেউ ২৪ ঘণ্টা এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ এবং ০১৩২০০০২২২২।

Header Ad
Header Ad

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) মাসতুং জেলার একটি ব্যস্ত এলাকায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের একটি গাড়ির ওপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য প্রাণ হারান এবং অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের তাৎক্ষণিকভাবে বোলান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি হামলায় নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বেলুচিস্তান অঞ্চলে সহিংসতার মাত্রা বেড়েছে। কিছুদিন আগেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি ৪ শতাধিক যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা অঞ্চলটির অস্থিতিশীল পরিস্থিতিরই বহিঃপ্রকাশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ