জনগনই রাজনীতির মাঠে নেতাদের মুল শিক্ষক: পরিকল্পনা প্রতিমন্ত্রী
ছবি : ঢাকাপ্রকাশ
‘জনগনই রাজনীতির মাঠে নেতাদের মুল শিক্ষক’ বলে উল্লেখ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। রাজনীতিতে শিখবার কোন শেষ নাই। জনগনই রাজনীতির মাঠে নেতাদের মুল শিক্ষক। সেই পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারের মন্ত্রীপরিষদে যায়গা পেয়ে সরকার প্রধান ও জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আজ শনিবার (৯ মার্চ) দুপুরে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে এক গনসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন – আবারও নতুন নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং চালিয়ে যাচ্ছে। সকল ধরনের অপশক্তিকে পেছনে ফেলে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন – সরকারের উন্নয়নমুখী পরিকল্পনায় সাধারণ জনগন সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগনকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহনের প্রস্তুতি চলছে।
এ সময় উপজেলা আওয়ামীলিগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।