১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ছে
ছবি: সংগৃহীত
জাতীয় সঞ্চয়পত্রে মুনাফার হার বৃদ্ধি পেয়েছে, যা আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নতুন মুনাফার হার অনুমোদন দিয়েছেন। সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী মুনাফার হার অন্তত ১ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন ১২.২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১২.৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগকারীরা বেশি মুনাফা পাবেন।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার হবে ১২.৪০ শতাংশ, যা আগে ছিল ১১.২৮ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া যাবে ১২.৩০ শতাংশ, যা পূর্বে ছিল ১১.০৪ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার বেড়ে হয়েছে ১২.৫৫ শতাংশ, যা আগে ছিল ১১.৭৬ শতাংশ। একইভাবে, পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ১২.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১১.৫২ শতাংশ।
ডাকঘরের তিন বছর মেয়াদি সঞ্চয় স্কিমেও মুনাফার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ১২.৩০ শতাংশ। এই পরিবর্তন জাতীয় সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য আরও লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।