শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বসুন্ধরার মালিককে নিজ হাতে কেক খাইয়ে তোপের মুখে শফিক রেহমান

বসুন্ধরার মালিককে কেক খাইয়ে তোপের মুখে শফিক রেহমান। ছবি: সংগৃহীত

সম্প্রতি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক ‘কালের কণ্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রুপটির চেয়ারম্যান আকবর সোবহানকে নিজ হাতে তুলে কেক খাইয়ে দেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। এমন এতটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তার এই অবাক কাণ্ড নিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।‌ গভীরভাবে মর্মাহত হয়েছেন তার দীর্ঘদিনের ভক্ত-শুভাকাঙ্খীরাও।

এসময় বিগত সরকারের নেপথ্য কারিগর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ভূয়সি প্রশংসা করতেও দেখা যায় লাল গোলাপ খ্যাত এই প্রবীণ সাংবাদিককে। আকবর সোহানকে অমায়িক ও অসাধারণ মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি বিপ্লবের পুরোধা ব্যক্তিত্ব ৯০ ঊর্ধ্ব শফিক রেহমানের এমন অধঃপতনে বিস্মিত নেটিজেনরা বলছেন, ‘মুরুব্বী মুরুব্বী কামডা করল কি?’ প্রথম দেখায় তার এমন কাণ্ড সত্য বলে বিশ্বাসই করতে পারেননি অনেকে।

সমালোচনা করে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ছাত্র-জনতার গণহত্যায় যেসব ফ্যাসিস্ট সাংবাদিক ভূমিকা রেখেছে দুঃখজনকভাবে শফিক রেহমান তাদেরকে সাথে নিয়ে চলছেন। হাসিনার দোসর বসুন্ধরা গ্রুপের মালিককে নিজ হাতে শুধু কেক খাইয়ে দেন নাই তিনি তার ভূয়সি প্রশংসাও করেছেন। তার এমন আচরণ শহীদ ছাত্র-জনতার আত্মার সাথে চরম বেইমানি।

সাংবাদিক নাজমুস সাকিব এই ঘটনায় ‘ভূমিদস্যু বসুন্ধরার শাহ আলমের কাছে নিজেকে বিক্রি করলেন সাংবাদিক শফিক রেহমান!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।

প্রতিবেদনে তিনি বলেন, কৈশোরে বিটিভিতে জনপ্রিয় আট শো অনুষ্ঠান ‘লাল গোলাপ’ শুরু হওয়া মাত্র আমরা টিভি স্ক্রিনের সামনে সকল কাজ ফেলে ছুটে যেতাম। আমার মত একজন তরুণ সাংবাদিক বা অনলাইন অ্যাক্টিভেস্ট এর কাছে ৯১ বছর বয়সী শফিক রেহমান একজন জীবন্ত কিংবদন্তি এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। এ কারণেই বছরখানেক আগে আমি যখন লন্ডন সফর করেছিলাম আমি বহু কষ্টে তার ঠিকানা জোগাড় করে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসনের নানা দিক এবং যে প্রক্রিয়াতে তার যায়যায়দিন পত্রিকাটি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের সহায়তায় দখল করা হয়েছিল এসব বিষয়ে বেশ খোলামেলা আলোচনা হয়েছিল। তার কাছ থেকেই জানতে পেরেছিলাম যায়যায়দিন কিভাবে হাতছাড়া হয়েছিল এবং কুখ্যাত ভূমিদস্য গ্রুপ বসুন্ধরা সেক্ষেত্রে কি ধরনের ন্যাক্কারজনক ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, ৫ আগস্ট এর পটপরিবর্তনের পর তিনি যায়যায়দিন ফেরত পাবেন, নতুন ভাবে এর যাত্রা শুরু করবেন এটাই হল বাস্তবতা। কিন্তু আমরা কল্পনাও করিনি কুখ্যাত ভূমিদস্য এবং পতিত স্বৈরাচার হাসিনার অন্যতম দোসর ভূমিদস্য আহমদ আকবর সোবহান ওরফে শাহ আলমের সাথে হাতে হাত মিলিয়ে যায়যায়দিনের এই নবযাত্রা করবেন। পত্রিকাটির এই নতুন যাত্রায় তার সাথে নির্বাহী সম্পাদক হিসেবে আছেন তিনি মহা বাটপার শামসুল আলম লিটন। আমরা জানতে পেরেছি এই শামসুল আলম লিটনই ভূমিদস্য আহমদ আকবর সোবহান ওরফে শাহ আলমের সাথে শফিক রেহমানের লিয়াজু করে দিয়েছেন। তবে আমি এটাকে ব্যক্তিগতভাবে একমাত্র কারণ বলে মনে করি না। কারণ তিনি তো কোন অবুঝ শিশু নয়। আপনি জানেন যে, শাহ আলম হাসিনার অন্যতম দোসর। সে হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিল এবং প্রকাশ্যে সে বলেছিল, মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছে এবং মৃত্যুর পরেও হাসিনার সাথেই থাকতে চাই।

সমালোচনা করে নাজমুস সাকিব আরো বলেন, আজ নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে শফিক রেহমানের মতো একজন মানুষ নিজেকে নর্দমার কিটে পরিণত করলেন। তিনি আজ বসুন্ধরার মালিকানাধীন কালের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে নিজ হাতে এই ভূমিদস্যু শাহ আলমের মুখে কেক তুলে খাইয়ে দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে যেভাবে শাহ আলমের প্রশংসা করেছেন সেটা শুনে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। সাংবাদিকতা জগতের আইডল এই শফিক রেহমানের অধঃপতনে আমরা বিস্মিত।

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ-উর রহমান সমালোচনা করে বলেছেন, ‘টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা’। টাকা কথা রাখে, সারা পৃথিবীতেই টাকা কথা রাখে। কিন্তু আমাদের সমাজে একটু বেশি রাখে। পৃথিবীতে সবকিছুই টাকা চাইলে কিনতে পারে না। সারা পৃথিবীতে বাস্তবে সে অবস্থা বিরাজ করে। কিন্তু বাংলাদেশে শফিক রেহমান ৯০ বছর বয়সে বিক্রি হয়ে যান।বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে গেছেন সেই শফিক রেহমান কালের কণ্ঠে গেলেন এবং ভুইসী প্রশংসা করলেন।

আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের কড়া সমালোচনা করে ফেসবুক আইডিতে দেখেছেন, নিজ ইনসটিংক্টের প্রতি আমার সব সময়ই আস্থা ছিলো, থাকবে। সে কারণে, পরিচিত অনেকেরই শফিক রেহমানের প্রতি ব্যাপক সম্মান থাকলেও আমি কখনোই এই লোককে সিরিয়াসলি রিগার্ড করিনি। প্রতি সন্ধ্যায় গলা দিয়ে বাধ্যতামূলক এক-দুই গ্লাস লাল পানি পড়লেই যিনি খিস্তি আওড়ান, এমন লোককে বিশেষ কিছু ভাবা, অন্তত আমার পক্ষে সম্ভব ছিলোনা, হবেও না।

 

Header Ad
Header Ad

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের । ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

দীর্ঘ ১৭ বছর পর শনিবার সকালে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

নায়েবে আমির বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মান করা থেকে বিরত থাকতে হবে আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ করে দেন। আপনারা নিরাপদে থাকতে পারবেন, অমুসলিমদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমির জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জেলা শুরা সদস্য মীর হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমির বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, কুমিল্লা মহানগর শুরা সদস্য খোরশেদ আলম মজুমদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম প্রমুখ।

 

Header Ad
Header Ad

পরিবহনের লাইসেন্স দেবে সেনাবাহিনী: পরিবহন উপদেষ্টা  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সময়মতো ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে না পারায়, ভবিষ্যতে এই কাজ সেনাবাহিনীর মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় জানানো হয় যে, বিআরটিএর কাছে এখনো সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স অপেক্ষমাণ রয়েছে, যা আগামী ফেব্রুয়ারি মাসে প্রদান করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “যেহেতু বিআরটিএ সময়মতো লাইসেন্স দিতে পারছে না, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য কাজ দেওয়া হবে।” এছাড়াও, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও লাইসেন্স প্রদান কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, তিনি জানান যে, ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস সনদ পেতে সময়সীমা কমিয়ে দ্রুততম সময়ে কার্যকর করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন না করলে লাইসেন্স বাতিল করা হবে। মোটরসাইকেল চালকদের শিক্ষানবিশ সনদের মেয়াদ এক মাস, যা নবায়ন না করলে লাইসেন্স বাতিল হয়ে যাবে।

সভায় সড়ক দুর্ঘটনার দায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বিআরটিএর কর্মকর্তাদের ওপর অর্পণ করা হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, “যদি কোনো সড়কের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, তবে সওজের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি বাসচালকের লাইসেন্স বা গাড়ির ফিটনেস সনদ না থাকে, তবে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

বিআরটিএর কার্যক্রমে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “জনগণকে সরাসরি সেবা প্রদানকারী কিছু প্রতিষ্ঠান ৫ আগস্টের পরে বন্ধ করে দেওয়া হয়েছে। বিআরটিএ যদি তাদের কার্যক্রমে গতি না আনে, তবে এ প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।”

এছাড়া, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা ব্যয় দ্রুততম সময়ে প্রদান করার জন্য বিআরটিএর কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

Header Ad
Header Ad

হাসিনার আমলে ‘কাঁটা তারে লাশ ঝুলত, এখন পতাকা বৈঠক হয়’

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে তৈরি করেছিল। হাসিনার আমলে সীমান্ত প্রতিনিয়ত কাঁটা তারে লাশ ঝুলন্ত আর এখন পতাকা বৈঠক হয়।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাকিল বলেন, দলীয় লেজুরভিত্তি ছাত্র রাজনীতি থেকে বের হতে হলে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং ছাত্র সংসদ নির্বাচনটা এই অন্তবর্তীকালীন সরকার আমলেই হতে হবে ও তাদের মাধ্যমেই দিতে হবে। আপনারা দেখেছেন যারাই ক্ষমতায় আসে, তারা ছাত্র সংসদ নির্বাচনের কথা শুধু মুখেই বলে কিন্তু তারপর আর নির্বাচন দেয় না। তাই আমরা বলতে চাই অবিলম্বে সারাদেশে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনটা দ্রুত দেওয়া হয়।

তিনি আরও বলেন, যেকোনো দলীয় লেজুরভিত্তি ছাত্র রাজনীতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে রাজনৈতিক গুণগত মান থাকে না। শিক্ষাপ্রতিষ্ঠানের যে অধিকার তারা সেই কাজগুলো না করে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে কাজ করে। শুধু জেলা বিশ্ববিদ্যালয়ই না, উপজেলার বিভিন্ন স্কুলেও ছাত্র রাজনীতির নামে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করে। তারা ক্ষমতায় থাকার জন্য তাদের ব্যবহার করে।

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলামের সভাপতিত্বে ও রাজনৈতিক পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় জেলা গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট মো. নাছির হাসান, সহ-সভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদ, সহ-সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক নবাব আলী, গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডলসহ জেলা-উপজেলার গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির
পরিবহনের লাইসেন্স দেবে সেনাবাহিনী: পরিবহন উপদেষ্টা  
হাসিনার আমলে ‘কাঁটা তারে লাশ ঝুলত, এখন পতাকা বৈঠক হয়’
উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ  
দিনাজপুরের বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা 
মাহফিলে যোগ দিতে সিলেটে মিজানুর রহমান আজহারি
২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: আমীর খসরু  
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
বাংলাদেশীদের লক্ষ্য করে সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ
বসুন্ধরার মালিককে নিজ হাতে কেক খাইয়ে তোপের মুখে শফিক রেহমান
হরমুজ ঘেষে ইরানের রাজধানী স্থানান্তর, বিশ্ব-রাজনীতি হাতের মুঠে নিতে যাচ্ছে ইরান?
‘শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না’
২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিয়ুস!
অন্তর্বর্তী সরকার মানুষের কথা বোঝে না: মান্না  
বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক  
মেস থেকে রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়