আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রাজনৈতিক কারণে দেশে শেষ টেস্ট ম্যাচটিও খেলতে পারলেন না। তার ওপর এবার আরোপিত হলো আর্ন্তজাতিক নিষেধাজ্ঞা।
বোলিং টেস্টে দ্বিতীয় বারের মতো অসঙ্গতি ধরা পড়ায় আপাতত আন্তর্জাতিক বোলিং ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে গেল দেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিবের।
চেন্নাইয়ে নেওয়া টেস্টে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, পরপর দুইটি বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। তবে লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে মাঠে নামতে বাধা নেই তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা।