দিনাজপুরের বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
ছবিঃ ঢাকাপ্রকাশ
দিনাজপুরের বিরামপুরে পলিপ্রয়াগপুর মৎসচাষী সমবায় সমিতি'র আয়োজনে উপজেলার টাটকপুর গ্রামের মাঠে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দিনাজপুর জেলার কয়েকটি উপজেলা থেকে আগত ঘোড় সওয়ারী ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্থানীয় সমাজ সেবক এ্যাডভোকেট শাহরিয়ার ফিরোজ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ঘোড় সওয়ারীদের হাতে পুরস্কার তুলে দেন।
৩টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ক্যাটাগরিতে ঘোড়ঘাট উপজেলার ঘোড় সওয়ারী আবীর ১ম হয়ে একটি খাসি পুরস্কার জিতেন এবং এতে চিরিবন্দর উপজেলার ঘোড় সওয়ারী আশিকুর ২য় হন। বি ক্যাটাগরিতে ঘোড়াঘাট উপজেলার ঘোড় সওয়ারী আনোয়ার হোসেন ১ম ও মতলুবুর ২য় হন। সি ক্যাটাগরিতে চিরিরবন্দর উপজেলার ঘোড় সওয়ারী শাহরিয়ার ১ম ও হাসান আলী ২য় হন।