শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাংলাদেশীদের লক্ষ্য করে সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮ থেকে ৯ রাউন্ড গুলি ছুড়েছে। এতে আহত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক।

আহত শহিদুল ইসলাম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএসএফের গুলিতে একজন আহত হবার সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার থেকে ১৩০ গজ দূরে গুলির ঘটনা ঘটে। তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি।

তিনি আরও জানান, কয়েকজন চোরাকারবারি গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতের মধ্যে ফেনসিডিল আনতে যায়। এসময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারি গুলি লেগে আহত হয়। পরে ঘটনাস্থলে ২৫ বোতল ফেনসিডিলসহ একটি ধারালো হাসুয়া এবং একটি টচ লাইট উদ্ধার করা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৮-৯ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে থাকে বিজিবি ও বিএসএফ। এনিয়ে গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

Header Ad
Header Ad

হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনও ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন।

সুলিভান বলেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমি বিনয়ের সাথে এই অভিযোগটি প্রত্যাখ্যান করছি। এ সময় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের নানা দিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

এর আগে, আগস্টে হোয়াইট হাউজের পক্ষ থেকেও হস্তক্ষেপের অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়। মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন সম্পৃক্ততা ছিল না। এই ধরনের অভিযোগ মিথ্যা।

গত ১১ আগস্ট ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা শেখ হাসিনার বক্তব্য যোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র তার পতনে ভূমিকা পালন করেছে। কারণ যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়।হাসিনা তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

যদিও সাবেক প্রধামন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছিলেন, তার মা কখনোই এই ধরনের কোনো কথা বলেননি।

গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যাক সুলিভানের ফোনালাপ হয়। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের । ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

দীর্ঘ ১৭ বছর পর শনিবার সকালে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

নায়েবে আমির বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মান করা থেকে বিরত থাকতে হবে আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ করে দেন। আপনারা নিরাপদে থাকতে পারবেন, অমুসলিমদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমির জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জেলা শুরা সদস্য মীর হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমির বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, কুমিল্লা মহানগর শুরা সদস্য খোরশেদ আলম মজুমদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম প্রমুখ।

 

Header Ad
Header Ad

পরিবহনের লাইসেন্স দেবে সেনাবাহিনী: পরিবহন উপদেষ্টা  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সময়মতো ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে না পারায়, ভবিষ্যতে এই কাজ সেনাবাহিনীর মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় জানানো হয় যে, বিআরটিএর কাছে এখনো সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স অপেক্ষমাণ রয়েছে, যা আগামী ফেব্রুয়ারি মাসে প্রদান করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “যেহেতু বিআরটিএ সময়মতো লাইসেন্স দিতে পারছে না, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য কাজ দেওয়া হবে।” এছাড়াও, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও লাইসেন্স প্রদান কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, তিনি জানান যে, ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস সনদ পেতে সময়সীমা কমিয়ে দ্রুততম সময়ে কার্যকর করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন না করলে লাইসেন্স বাতিল করা হবে। মোটরসাইকেল চালকদের শিক্ষানবিশ সনদের মেয়াদ এক মাস, যা নবায়ন না করলে লাইসেন্স বাতিল হয়ে যাবে।

সভায় সড়ক দুর্ঘটনার দায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বিআরটিএর কর্মকর্তাদের ওপর অর্পণ করা হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, “যদি কোনো সড়কের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, তবে সওজের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি বাসচালকের লাইসেন্স বা গাড়ির ফিটনেস সনদ না থাকে, তবে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

বিআরটিএর কার্যক্রমে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “জনগণকে সরাসরি সেবা প্রদানকারী কিছু প্রতিষ্ঠান ৫ আগস্টের পরে বন্ধ করে দেওয়া হয়েছে। বিআরটিএ যদি তাদের কার্যক্রমে গতি না আনে, তবে এ প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।”

এছাড়া, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা ব্যয় দ্রুততম সময়ে প্রদান করার জন্য বিআরটিএর কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা  
বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির
পরিবহনের লাইসেন্স দেবে সেনাবাহিনী: পরিবহন উপদেষ্টা  
হাসিনার আমলে ‘কাঁটা তারে লাশ ঝুলত, এখন পতাকা বৈঠক হয়’
উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ  
দিনাজপুরের বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা 
মাহফিলে যোগ দিতে সিলেটে মিজানুর রহমান আজহারি
২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: আমীর খসরু  
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
বাংলাদেশীদের লক্ষ্য করে সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ
বসুন্ধরার মালিককে নিজ হাতে কেক খাইয়ে তোপের মুখে শফিক রেহমান
হরমুজ ঘেষে ইরানের রাজধানী স্থানান্তর, বিশ্ব-রাজনীতি হাতের মুঠে নিতে যাচ্ছে ইরান?
‘শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না’
২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিয়ুস!
অন্তর্বর্তী সরকার মানুষের কথা বোঝে না: মান্না  
বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক  
মেস থেকে রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার