সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সড়কে রাখা তিনটি বাস থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টা পর এধর্মঘট প্রত্যাহার করেন তারা।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ এহসান শাহ্-এর সঙ্গে পরিবহন শ্রমিক নেতারা আলোচনায় বসেন। তাদের দাবি মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। সভা শেষে আসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা।
জানা যায়, সুনামগঞ্জের পৌরশহরে ওয়েজখালী এলাকার সড়ক থেকে বৃহস্পতিবার বিকেলে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস জব্দ করে পুলিশ। সড়কে রাখা বাস আটকে ক্ষুব্দ হয়ে ধর্মঘটের ঘোষণা দেন ওই রাতেই বাস ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিক ও মালিকরা। পরে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলা সিলেট-সুনামগঞ্জ ছাড়াও রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ‘আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমাদের কথা তারা মেনেছেন, আমাদের আশ্বাস দেওয়ায় আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করছি।’
এসএন