সমাবেশ রেখেই ট্রেনে বাড়ি ফিরছেন নেতাকর্মীরা
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে চলছে সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ। সকাল ১১টা থেকে শুরু হওয়া সমাবেশে মাঠ ফাঁকা ছিলো। সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা কর্মী সমর্থকরা বাড়ি ফিরতে শুরু করেন। চলবে সন্ধ্যা পর্যন্ত। এই মুহূর্তে সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণ পরই বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ভোর ৬টা থেকে গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দেয়া বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ট্রেনে করে বিকালে সিলেট থেকে তাদের বাড়িতে ফিরতে দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় ট্রেনে যাত্রীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। সরেজমিনে বিকাল সাড়ে তিনটায় সিলেট রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়। ট্রেনের বগিগুলো নেতাকর্মীতে ঠাসা।
এছাড়াও সিলেট নগরীর সুবিদ বাজার চৌহাট্টা আম্বরখানায় ব্যাপক নেতাকর্মীদের অপেক্ষা করতে দেখা যায়। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা থেকে আগত বিএনপি কর্মী আফতাব আহমদ বলেন পারাবত ট্রেন বিকাল ৩:৪৫-এ সিলেট স্টেশন ছেড়ে যাবে। তাই সমাবেশ অসমাপ্ত রেখে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে ছুটছি।
সিলেট রেলওয়ে স্টেশনে কথা হয় কুলাউড়ার বাসিন্দা ও বিএনপির কর্মী নাঈম আহমদের সাথে তিনি জানান, বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল এসেছিলাম এখন বাড়ি যেতে হলে ট্রেনে যেতে হবে। বিকালের এই ট্রেন না পেলে আর রাতে যাতে হবে। সেই ট্রেনে যাত্রীর চাপ থাকবে।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর শনিবার (১৯ নভেম্বর) সিলেটে গণসমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ
এএজেড