‘এই সরকার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্লোগানে স্লোগানে মুখরিত। সমাবেশের মঞ্চ কাঁপাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ থেকে সরকার পতনের হুংকার দিচ্ছেন নেতারা। এক একটি হুংকারে মুহুর্মুহু করতালি দিচ্ছেন সমাবেশে থাকা নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলছেন, আজকের এই সমাবেশ প্রমাণ করছে সরকারের প্রতি দেশের মানুষের আস্থা নেই। আজকের এই সমাবেশে আমাদের সবার এক কথা, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। নেতাদের দাবি, ‘এই সরকার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
সিলেটে বেলা ২টার দিকে বিএনপির গণসমাবেশ শুরুর কথা থাকলেও আড়াই ঘণ্টা আগে সকাল সাড়ে ১১টায় শুরু হয় সমাবেশ। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় এই গণসমাবেশ। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ গণসমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম।
সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।
বেলা আড়াইটার দিকে মঞ্চে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সারা দেশের মতো সিলেটেও অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।
এসজি