চট্টগ্রামে ভোটের আগে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় ভোটের আগের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী আজিজুল হক বাবুল (৫০)।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া নিজ বাসস্থানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
বাবুল উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
বাবুলের চাচাতো ভাই মুহাম্মদ এহসান বলেন, আজিজুল হক ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। তবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার আগের রাতে তার মৃত্যু হওয়ায় সমর্থকরা শোকার্ত।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ ইউপি সদস্য প্রার্থীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, ‘হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওই ওয়ার্ডে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে। দেখা যাক কী হয়।’
এর আগে ২৬ ডিসেম্বর নির্বাচনের দিন ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদপ্রার্থী মো. মনির উদ্দিন তালুকদারও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এসএন