হিলিতে আনন্দময় পরিবেশে মীনা দিবস পালিত
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসন্মত শিক্ষা এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মীনা দিবসের তাৎপর্য তুল্যে ধরে বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিতে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা,মহিলা ভাইসচেয়ারম্যান পারুল নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অনেকে।
এএজেড