দুর্বৃত্তের আগুনে দম্পতি দগ্ধ, স্ত্রীর মৃত্যু
নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দম্পতি দগ্ধের ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা হাতেম আলী। নিহত হালিমা ওরফে মিষ্টি (২০) মহাদেবপুর উপজেলার মহিনগর উত্তরপাড়া গ্রামের হাতেম আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। এসময় বাড়ির পেছনের জানালা দিয়ে কে বা কারা তাদের ঘরে পেট্রল ঢেলে আগুন ছুড়ে মারে। মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে হালিমার মৃত্যু হয়। হালিনার স্বামী রিপন মিয়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হালিমার বাবা হাতেম আলী বলেন, কে বা কারা এমনটা করল বা কীভাবে ঘটল আমরা কিছুই জানি না। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের শাস্তি চাই।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাটি কীভাবে ঘটল বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এসজি