রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা: গ্রেপ্তার ২
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ২নং আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভান্ডার রক্ষক জীবন (২২) ও চালক আব্দুস সবুর (৪৭)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশের একটি দল গ্রেপ্তারকৃতদের রাজশাহীতে নিয়ে আসছে বলে জানা গেছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশের একটি টিম রাজশাহী নিয়ে আসছে।
প্রসঙ্গত, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এসজি