বরগুনা জেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন দৌড়ে ৬ আওয়ামী লীগ নেতা

তফসিল ঘোষণার পরপরই বরগুনা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিবার বেশ সরব। বিশেষ করে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে কারা প্রার্থী হচ্ছেন? ক্ষমতাসীন দল কাকে মনোনয়ন দিচ্ছে? এখন এ নিয়েই কৌতুহল সবখানে।
সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় বরগুনায়ও জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরগুনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত না হলেও আলোচনায় রয়েছেন হেভিওয়েট অর্ধডজন আওয়ামী লীগ নেতার নাম। এরই মধ্যে আগ্রহীরা আওয়ামী লীগের কেন্দ্রে যোগাযোগ শুরু করেছেন। তবে এখনও অন্য কোনও দলের কারো নাম শোনা যাচ্ছে না।
যদিও জেলা পরিষদে দলীয় মনোনয়ন ঠিক করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তবে বরগুনায় স্থানীয় আলোচনায় আগ্রহীদের মধ্যে রয়েছেন-বরগুনা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গির কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনার সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন হিমু মোল্লা এবং পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।
এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারক ফোরামের নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ নির্বাচনে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। সেই অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থা, নিজস্ব টিম, দলের সাংগঠনিক টিমের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে ১৯৭৫’র পর যাঁরা দুঃসময়ে দলের হাল ধরেছিলেন কিন্তু এখনো এমপি-মন্ত্রী কিংবা জেলা পরিষদের প্রশাসক এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকও হতে পারেননি এমন নেতাদের প্রাধান্য দেওয়া হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর ৬১ জেলায় ভোট গ্রহণ হবে। এসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
এ ছাড়াও তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১৭ অক্টোবর।
এ নির্বাচনে জেলার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা ভোট দিবেন।
এসআইএইচ
