বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

নির্বাচনকে ঘিরে আশাশুনির আনুলিয়া ইউনিয়নে হামলা-ভাংচুর

সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম দফা ভোটগ্রহণকে কেন্দ্র করে আশাশুনি উপজেলায় বেড়েছে সহিংসতা। প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নে বেড়েছে সহিংসতা, ভাংচুর ও হামলার ঘটনা।

নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: রুহুল কুদ্দুসের নেতা কর্মীর উপর কয়েকবার হামলা হয়েছে। এতে আনারস প্রতীকের পক্ষের প্রায় ২০জন নেতা-কর্মী আহত হয়েছে। এছাড়াও বছরের প্রথম দিনে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫টি বাড়ি, দুটি দোকান ভাংচুর করা হয়। এসময় ছিনিয়ে নেওয়া হয় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

একই দিনে আনারস প্রতীকের ৪টি নির্বাচনী অফিস দখল করা হয়েছে। অফিসগুলো হলো- মধ্যম একসরা বৌ বাজার, নাংলা, রাজাপুর ও আমতলা। এসব হামলার অভিযোগ নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহতরা হলেন-মধ্যেম একশারা গ্রামের ইনজাম গাজী, রহমত আলী, তার স্ত্রী, মেয়ে ও ছেলে, জামাত গাজীর স্ত্রী, বিলাল গাজীর স্ত্রী, আব্দুল গফ্ফার ও তার ছেলে, মাসুম গাজী, দক্ষিণ একশরা গ্রামের শাহিনুর ও রোকন মোল্লা, উত্তর একশরার গ্রামের ফারুক, রাজাপুর গ্রামের সাইফুল ইসলাম কদম, ইলাহী গাজী ও তার ছোট ভাই সালাম গাজী, খোকন ও সালাউদ্দীন গাজী এবং কাকবাসিয়া গ্রামের মারুফসহ আরও অনেকে। এদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনে জয়লাভের আগেই সাধারণ ভোটারদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মামলা দিয়ে গ্রাম ছাড়া করা হচ্ছে। গত ৩১ ডিসেম্বর নিজ দলের ইউনিয়নের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২৫ জন সাধারণ জনগণের নামে মিথ্যা মামলা দিয়েছেন নৌকার প্রার্থী মো. শাহাবুদ্দীন সানা। মামলা নং-১৫। এই মামলায় ভিকটিম হিসেবে দেখানো হয়েছে দক্ষিণ একশরা গ্রামের শাহিনুর গাজিকে। প্রতৃক পক্ষে শাহিনুর গাজী আনারস প্রতীকের কর্মী এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুসের ভাইজি জামাই। কিন্তু তাকে মিথ্যা নৌকার কর্মী দাবি করে অন্যেদের নামে মামলা দিয়েছে মো. শাহাবুদ্দীন সানা।

এসময় শাহিনুরের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে মো. শাহাবুদ্দীন সানা বাহিনী। যা এখানো ফেরত দেয়নি। আহত শাহিনুর সশরীরে পত্রিকা অফিসে এসে ঘটনার বিবরণ দিয়ে এসব কথা জানান।

এছাড়াও গত ৩০ ডিসেম্বর মধ্যেম একসরা গ্রামের এলাহী গাজীকে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আহতের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

৯নং আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন মো. শাহাবুদ্দীন সানা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান মেম্বার। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: জাবেদুল মাওলা। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান মো: রুহুল কুদ্দুস।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার সহিংসতা বন্ধ করতে প্রতিটি ইউনিয়নে আমাদের টিম কাজ করছে। কোথাও সহিংসতার খবর পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। আমার দৃষ্টি এড়িয়ে কেউ যদি কোন প্রকার সহিংসতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন