বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র শীত অনুভূত
নতুন বছরের শুরুতে বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বরিশাল আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার (২ জানুয়ারি) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সবোর্চ্চ ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, বাতাস প্রবাহ এবং আকাশ মেঘলা থাকায় শীতের তীব্রতা বেড়েছে। এছাড়া গত সোমবার (২০ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চলতি মৌসুমে সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে দেখছেন তারা।
তিনি আরও বলেন, আগামী এক-দুই দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা আবহাওয়া দপ্তরের।
ডিসেম্বর মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ২টি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শনিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত সপ্তাহে ছিল গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।
এসও/এএন