ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে বসতঘর উপহার

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক মুক্তিযোদ্ধার বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলীকে ঘরের চাবি হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম হাসান বাদল।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলীর নিজের জমি থাকলেও কোনো বসতঘর ছিল না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তার জমিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে দেওয়া হয়। এই ঘর তৈরি করতে ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা।
ঘরের চাবি পেয়ে আবেগে আপ্লুত হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী।
বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলীর হাতে তার ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ খান।
/এএন
