বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ঝিনাইদহে সোনার বারসহ বাসযাত্রী আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসষ্ট্যান্ড থেকে ৫টি সোনার বারসহ রবিউল হোসেন নামে এক বাসযাত্রীকে আটক করেছে বিজিবি।

রবিবার (৩১ জুলাই) সকালে খালিশপুর বাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত বাসযাত্রী রবিউল মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের মোকছেদ আলীর ছেলে।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থেকে জীবননগরগামী হাজী ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। খালিশপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে ওই বাসে তল্লাশি চালায় বিজিবি। এ সময় রবিউলের দেহ তল্লাশি করে ৫টি সোনার বার জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে বারসহ রবিউলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এসজি/

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশনা প্রদানের জন্য সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনটি হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া কিছু নির্দেশনাসমূহ হলো -

১. পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হল রুমে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোন পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

২. পরীক্ষার্থীরা কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তবে, ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নাম্বার ও সেট কোডে কোন প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। 

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলী মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। 

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন।

৭. প্রতি ৫ টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল দশটায় সি ইউনিট, বিকাল তিনটায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Header Ad
Header Ad

সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

সারা দেশে ফের সক্রিয় হয়েছে বৃষ্টির প্রবণতা। আগামী ২৪ ঘণ্টা থেকে শুরু করে টানা পাঁচ দিন বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন দেশের দিনভর তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরদিন শুক্রবার খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। ওই দিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা দুটোই সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Header Ad
Header Ad

সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে দুই ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে দুপুর ২টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

এর আগে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাব।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার