নওগাঁয় বিএনপি ঘোষিত সমাবেশ স্থগিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে নওগাঁ জেলা বিএনপি ঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় সমাবেশ হওয়ার কথা ছিল। তবে সোমবার রাতে সমাবেশ স্থগিত ঘোষণা করেছে দলটি।
একই স্থানে একই সময়ে নওগাঁ জেলা বিএনপি ও যুবলীগ- ছাত্রলীগ কর্মসূচি পালনের ঘোষণা দিলে সোমবার বিকেল ৩টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। অন্যদিকে সোমবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলন করে নিষেধাজ্ঞা সত্ত্বেও সমাবেশ পালনের ব্যাপারে অনড় থাকার ঘোষণা দেয় দলটি।
তবে পৌর এলাকার বাইরে সমাবেশ করার কথা জানান নওগাঁ যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। বিমান বলেন, সম্প্রতি বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার দাবিকে ইস্যু করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য রাখছে। আর তাই আমরা এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ ডেকেছিলাম। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করার কারণে পৌর এলাকাতে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে অন্য জায়গায় কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন, ‘বিএনপির অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের নির্ধারিত সমাবেশ করবো। তবে পৌর এলাকার বাইরে।
সমাবেশ স্থগিতের বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ। তিনি বলেন, অনিবার্য কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সমাবেশের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
/এএন