ফেরি স্বল্পতায় পাটুরিয়া ঘাটে আটকে আছে দুই শতাধিক যান
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতায় ঘাট এলাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্যবাহী চালকদের। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিএ'র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন ঢাকাপ্রকাশকে। অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন পারাপার করায় পরিবহনের কোনো চাপ নেই বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ২০টি ফেরি বরাদ্দ থাকলেও বর্তমানে ১৪টি ফেরি সচল। ২টি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় এবং ইঞ্জিন সমস্যার কারণে বাকি ৪টি ফেরি নারায়নগঞ্জ ডকইয়ার্ডে আছে।
বিআইডব্লিউটিএ'র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমাদের ফেরি চালাতে খুব সমস্যা হয়েছে। কুয়াশার কারণে একাধিকবার ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। গত দুইদিন ধরে আবহাওয়ার অবস্থা ভালো, সবগুলো ফেরি চলাচল করছে। টার্মিনালে প্রায় দুই শতাধিক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায়। আবহাওয়া ভালো থাকলে দ্রুত এগুলো পার হতে পারবে।’
টিএ/এএন