রংপুরে ড. ইউনূসসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ব্যাংকটির ৮ কর্মকর্তার বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে। মামলা করেছেন গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা।চাকরিকালীন অবসরজনিত পাওনা টাকার দাবিতে তিনি এ মামলা করেছেন।
মামলার বাদী গোলাম মোস্তফা জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩২ ধারা মোতাবেক রংপুরের বিভাগীয় শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬।
গত ২০ শে ডিসেম্বর এই মামলা দায়ের করা হলেও ২৬ ডিসেম্বর রবিবার রংপুরের বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী মামলাটি আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন।
মামলার অপর বিবাদীগণ হচ্ছেন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরজাহান বেগম, পরিচালনা পরিষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান চৌধুরী, কোম্পানি সচিব শামসুদ দোহা, ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ টেলিকম ট্রাস্ট মোহাম্মদ শাহজাহান, বোর্ড সদস্য ইমামুস সুলতান এবং সালেহা বেগম।
মামলার বিবরণে জানা যায়, বাদী গোলাম মোস্তফা ১৯৮৬ সালে প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে গ্রামীণ ব্যংকে চাকরিতে যোগ দিয়ে সর্বশেষ সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদ থেকে চাকরি শেষ করেন। ২০ বছর ৪ মাস ২৫ দিন বিভিন্ন পদে পদোন্নতিসহ নিরবিচ্ছিন্ন চাকরি শেষে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে অবসর দেয়া হয়। এ সময় পর্যন্ত তার অবসরোত্তর ১৬ লাখ ২৭ হাজার ২৫০ টাকা পাওনা হয়। গ্রামীণ ব্যাংক সে টাকা পরিশোধে গড়িমসি করছে। এর প্রেক্ষিতে গোলাম মোস্তফা এই মামলা দায়ের করেছেন বলে তার পক্ষের আইনজীবী মোহাম্মদ ছদির উদ্দিন ঢাকাপ্রকাশকে জানান।
জিএমএ/এএন