ক্যাম্পে ৪ রোহিঙ্গা ডাকাত আটক
কক্সবাজারের ক্যাম্পগুলোতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) উখিয়া থানাধীন কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার-১৪ এপিবিএন সূত্রে জানা যায়, ২০-৩০ জন রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এপিবিএন’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাতেরা। এ সময় আবুল আলম (৫০), মো. রফিক (২৯), আবু তাহের (২৭) ও কলিম উল্ল্যাকে (৩২) স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে রাম দা ও ছোরা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার-৮ এপিবিএন অধিনায়ক (এসপি) নাঈমুল হক বলেন, ‘ওই চারজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় পাঠানো হয়েছে।’
টিএ/এএন