মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত অর্ধশতাধিক শিশু

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিভাগ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত দুদিনে শিশু ও ডায়রিয়া ওর্য়াডে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া,বমি, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে অর্ধশতের বেশি শিশু। অধিক রোগীর কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না বলে রোগীর স্বজনদের অভিযোগ।

শীতের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের কুড়িগ্রামের মানুষ। সেইসঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। তবে বয়স্কদের চেয়ে বেশি ভোগছে শিশুরা। কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেকে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ২ বছর বয়সী রাতুল, ৯ মাস বয়সী মায়াবী, ১১ মাস বয়সী আশরাফিয়া জান্নাতসহ আরও অনেক শিশু হাসপাতালের বেডে ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল থেকে ঠিকমতো ঔষধ ও ডাক্তার না পাওয়ার অভিযোগ করেন অনেক রোগীর স্বজনরা।

কুড়িগ্রাম সদরের মাঠের পাড় এলাকার বাসিন্দা শিশু মায়াবীর মা শাহনাজ খাতুন বলেন,'আজ ৩ দিন থেকে হাসপাতালে রয়েছি। আমার বাচ্চার বমি ও ডায়রিয়ার চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে স্যালাইন ছাড়া কিছু দেয়নি বাকি ঔষধ বাইরে থেকে কিনতে হয়েছে।'

আরেক অভিভাবক ঘরিয়ালডাঙ্গা রাজারহাটের বাসিন্দা শিশু আশরাফিয়া জান্নাতের মা স্বপ্না বেগম বলেন, 'গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আমি আমার বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। নার্সরা বাচ্চাকে দেখছে। আজ এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখতে আসেনি।'

হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত ডায়রিয়া ওর্য়াডে নতুন ১ জন ভর্তিসহ মোট ২০ জন শিশু এবং শিশু ওর্য়াডে নতুন ২ জন ভর্তিসহ ৬৪ জন শিশু চিকিৎসা নিচ্ছে। যাদের অধিকাংশ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ।

এসব শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা। হাসপাতালে বেডের অভাবে বারান্দায় থেকেই চিকিৎসা নিচ্ছেন অনেকে।

ডায়রিয়া ওর্য়াডের কর্তব্যরত নার্স বৃষ্টি খাতুন বলেন, 'শুক্রবারে কাজের চাপ কিছুটা হালকা মনে হলেও আমাদের ব্যস্ততা কমেনি। গত কয়েকদিন ধরে যেসব শিশুরা ভর্তি আছে তাদের মধ্যে অনেক শিশু বমি ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছে। এজন্য সার্বক্ষণিক আমাদের সর্তক থাকতে হচ্ছে'।

শিশু ওর্য়াডের আরেক নার্স মোছা. ইভানা আক্তার বলেন,'গত ৩-৪ দিন ধরে আমরা অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে চলে গেছে। নতুন করে আরও রোগী আসছে, এতে আমাদের কাজের চাপ কিছুটা বেড়েছে ।'

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ বলেন, 'শীতের এই সময়টাতে রোটা ভাইরাসের কারণে শিশুরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি আছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।'

যারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছেন তাদের শিশুদের যাতে ঠান্ডা না লাগে এবং গরম পানি পান ও গোসলে গরম পানি ব্যবহার করারও পরামর্শ দেন এই শিশু বিশেষজ্ঞ।

টিটি/

Header Ad
Header Ad

বাংলাদেশ-ভারত সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলাবাহিনী ও কৃষি অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেওয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কি ভাবে সমাধান করা যায়।

বোরো মৌসুমে সারের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি বলেন, ‘যদি কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভাগীয় প্রশাসনকে বলবো, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। যেসব ডিলার এর সঙ্গে জড়িত হবেন, আগামী মাস থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। কোনো অবস্থায়ই তাদের ছাড় দেওয়া হবে না। কৃষকদের আশ্বস্ত করতে চাই, তারা হচ্ছেন দেশের প্রাণ। তারা অবশ্যই সার পাবেন এবং ন্যায্যমূল্যেই পাবেন।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিদেশি মিডিয়াগুলো অনেক উল্টাপাল্টা খবর দিতো। কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া অপপ্রচার করতে পারছে না।’

এর আগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। মাদক বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এরপরেও এ ব্যাপারে কোনো ধরনের অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। ধর্মীয় বিষয়কে সামনে এনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন এক্ষেত্রে হয়রানির শিকার না হন, সেদিকে সতর্ক থাকতে হবে।

এসময় ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ৪০৩ ব্যাটল গ্রুপ কর্নেল মাহমুদ হাসান, সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ আশরাফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

এবার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইবি প্রশাসনের মামলা

এবার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইবি প্রশাসনের মামলা। ছবি: সংগৃহীত

পরীক্ষা দিতে এসে আটক হওয়া ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ মামলা করেন।

গতকাল সোমবার পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি মামুন অর রশিদ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ইবি থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধীতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং আন্দোলন পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।

ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন,‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দিয়েছে। থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷’

এরআগে গত ৩০ অক্টোবর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় করা মামলায় ১৮ নম্বর আসামি মামুন অর রশিদ। গত ৩১ ডিসেম্বর ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পরবর্তীতে ৭ জানুয়ারি সে জামিন পায়।

Header Ad
Header Ad

‘ভুল ইংরেজি’ বলে ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

‘ভুল ইংরেজি’ বলে ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের প্রথমে আনসার সদস্যরা আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তার বাসা কেরানীগঞ্জে। গত এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পান। এরপর গত এক বছর ধরে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সাথে দেখাসাক্ষাৎ করত এবং হাসপাতালেও আসত। সে আমাদের দুসম্পর্কের আত্মীয়। সে নিজে আমাদের কাছেও ডা. পরিচয় দেয়। আজকে জানলাম সে ডাক্তার না।

তিনি আরও বলেন, আজ সকালে ফলোআপ চিকিৎসার জন্য বার্ন ইউনিটে আসি। সাথে ডালিয়াও ছিল। তার চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথপোকথনের সময় ভুলভাল ইংরেজি বলছিল ডালিয়া। তখন কর্তব্যরত ওই চিকিৎসকই তাকে ভুয়া চিকিৎসক বলে শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, এপ্রোন পড়া ও গলায় স্টেথোস্কোপ লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে। সে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও আটক হওয়ার পর কোন কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোন ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয় দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসক আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি। শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করবে।

এর আগে, গত বছরের ১৭ নভেম্বর হাসপাতালটি থেকে আটক হয় পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসক। আর ২০২৩ সালের ডিসেম্বরে আটক হয় আরেক প্রতারক ও ভুয়া চিকিৎসক টিকটকার মুনিয়া খান রোজা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-ভারত সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইবি প্রশাসনের মামলা
‘ভুল ইংরেজি’ বলে ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক
মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের সেলফি
দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে মৃতদেহের ছড়াছড়ি: অন্তত ১০০ জনের প্রাণহানি
মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
নির্বাচন কমিশনে ইউএনডিপি’র প্রতিনিধি দল
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই
‘ঘোষণা দিতে ব্যর্থ হলে হাসিনার পতনের মত প্রোক্লেমেশন আদায় করে নেব’
টাঙ্গাইলে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখে বিক্রি: এসিল্যান্ডের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানির নতুন তারিখ
নওগাঁয় ডাকাতি শেষে গৃহবধূকে ‍তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
৩ বছর আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে জয়ের
মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ‘বিতর্ক’, তথ্য প্রকাশে আপত্তি
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ হারালেন প্রেমিকা
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
৩০ বছরের সংসার ভাঙল কোচ গার্দিওলার
১ লাখ ৬০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখতে যাচ্ছে পৃথিবী
চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: বিএনপি