বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ঢাকার কড়া প্রতিবাদ

গোয়েন লুইস। ছবি: সংগৃহীত

মিয়ানমার ও রোহিঙ্গা নিয়ে গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে ২০২১ সালের প‌র আর কোনো রো‌হিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে‌নি। ওই প্রতিবেদনটি কিসের ভিত্তিতে করা হয়েছে? তারও ব্যাখ্যা জানতে চেয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

সোমবার (১৪ জানুয়ারী) দুপুরে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় ঢাকার ইউএনএইচসিআরের প্রতিনিধিসহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপ‌রিচালক ফেরদৌসী শাহরিয়ারের দপ্তরে গোয়েন লুইসের নেতৃত্বে প্রতিনিধি দলকে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এ সময় জা‌তিসংঘ অনু‌বিভ‌া‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসা‌নও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, গত সপ্তাহে বাস্তুচ্যুতি প্রতিবেদন প্রকাশ করে মিয়ানমার ইউএনএইচসিআর। এতে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি হয়েছে ৩২ লাখ ৪৫ হাজার ৪০০ জন। এর মধ্যে ৭১ হাজার ৩০০ নাগরিক ভারতের মণিপুর ও মিজোরামে আশ্রয় নিয়েছে। সাময়িকভাবে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিকরা। আর বাংলাদেশ অংশে শরণার্থীরা পরিকল্পিত আশ্রয়স্থলে রয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, গত এক বছরে আরাকান আর্মি ও জান্তা সরকারের বাহিনী রাখাইনে যে যুদ্ধ চালিয়েছে, তাতে এ অঞ্চলের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ সময়সহ রোহিঙ্গারা বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি বিশালসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য নেই।

তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে ভুল সংশোধন করতে বলা হয়েছে। বৈঠকে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি স্বীকার করেছে। একই সঙ্গে তথ্যগুলো প্রতিবেদনে স্থান না পাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি মিয়ানমারে থাকা জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে দ্রুত জবাব দেবে বলে জানিয়েছে বাংলাদেশকে। তথ‍্য সংক্রান্ত ভুল-বিভ্রান্তি দ্রুত দূর করা হবে বলে বৈঠকে জানানো হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত কয়েক মাসে মিয়ানমার থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এসব রো‌হিঙ্গার তা‌লিকা বাংলা‌দে‌শের ইউএনএইচসিআর ক‌রে‌ছে। শুধু তাই নয়, এদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনতে সরকারকে চাপ দি‌চ্ছে। অথচ সেই সংস্থার প্রতি‌বেদ‌নে ২০২১ সা‌লের প‌র মিয়ানমার থে‌কে রো‌হিঙ্গ‌াদের বাংলা‌দেশে প্রবেশের কোনো তথ্য নেই।

Header Ad
Header Ad

চার দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় তার বহনকারী ফ্লাইটটি হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে অবতরণ করে। সেখানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম চীন সফর। ধারণা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রধান উপদেষ্টা আগামীকাল ২৭ মার্চ হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য "দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার" বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। এরপর ২৮ মার্চ তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সফরে বড় কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। তবে, ছয় থেকে আটটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের সীমিত মেয়াদের কারণে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম। তবে এই সমঝোতাগুলো ভবিষ্যৎ সরকারের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করবে।

চীনের সঙ্গে আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে:

বাংলাদেশের জন্য ১ থেকে ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা
মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়ন
কয়েকটি অবকাঠামো প্রকল্পের জন্য চীনের বিনিয়োগ

সফরের শেষ দিনে ড. মুহাম্মদ ইউনূস চীনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে মতবিনিময় করবেন।

Header Ad
Header Ad

ভারতে ভয়ংকর মাদক ফেন্টানিলের উৎস! দাবি তুলসী গ্যাবার্ডের দপ্তরের

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (DNI) তুলসী গ্যাবার্ড। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহে ভারত ও চীন রাষ্ট্রীয়ভাবে জড়িত বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (ATA) প্রতিবেদন। মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (DNI) তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন অপরাধী চক্রগুলোর কাছে সরাসরি বা পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলো মাদক উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পেয়ে থাকে। এর মধ্যে অবৈধ ফেন্টানিল তৈরির প্রধান উৎস চীন, এরপর রয়েছে ভারত। এটি প্রথমবারের মতো, যখন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের সমতুল্য হিসেবে ফেন্টানিল উৎপাদনের কাঁচামাল সরবরাহকারী দেশ হিসেবে চিহ্নিত করল। গত বছরের প্রতিবেদনে চীনকে প্রধান সরবরাহকারী বলা হলেও ভারত থেকে সীমিত পরিমাণে রাসায়নিক সংগ্রহ করা হয় বলে উল্লেখ ছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদন প্রকাশের সময়টিও তাৎপর্যপূর্ণ, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানিল সমস্যাকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ‘আমেরিকায় ফেন্টানিলের মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত তাঁর প্রশাসন বিশ্রাম নেবে না।’ এরই অংশ হিসেবে গত ১ ফেব্রুয়ারি ট্রাম্প ফেন্টানিল পাচারে ব্যর্থতার অভিযোগে চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কানাডা ও মেক্সিকোর ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

এছাড়া, গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ‘লিবারেশন ডে’ শুল্কের আওতায় ট্রাম্প আরও কিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে ভারত এই শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ফেন্টানিলকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ভারত ও চীনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের ‘রাষ্ট্রীয় অভিনেতা’ হিসেবে চিহ্নিত করেছে, যারা মাদক চক্রকে রাসায়নিক সরবরাহ করছে।

Header Ad
Header Ad

ছায়ানটে অশ্রু-গানে সন্‌জীদা খাতুনের শেষ বিদায়

ছবি: সংগৃহীত

বাংলা সংস্কৃতির প্রিয় মুখ, সন্‌জীদা খাতুনের মরদেহ আজ (২৬ মার্চ) ছায়ানট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। চোখে অশ্রু আর হাতে ফুল, হাজারো মানুষের ঢল নেমেছিল সঙ্গীতপ্রেমী এবং শিল্পী, সহকর্মী ও শিক্ষার্থীরা ছায়ানট সংস্কৃতি ভবনে শ্রদ্ধা জানাতে।

শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন শাহীন সামাদ, বুলবুল ইসলামসহ আরও অনেক শিল্পী। এ সময় তারা গাইলেন, ‘‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’’ এবং ‘‘কান্না হাসির দোল দোলানো’’—এমন হৃদয়বিদারক গানে শেষ বিদায় জানানো হয় সন্‌জীদা খাতুনকে।

 

ছবি: সংগৃহীত

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ ছায়ানটে পৌঁছালে প্রথমে শ্রদ্ধা জানান তার সহকর্মী, শিক্ষার্থী ও শিল্পীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টা ৩০ মিনিটে মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সন্‌জীদা খাতুনকে শেষবারের মতো দেখার জন্য ছায়ানটে সকাল থেকেই ভিড় করছিলেন সঙ্গীতপ্রেমীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ। এ সময় ছায়ানটের শিক্ষার্থীরা রবীন্দ্র সঙ্গীত ‘‘আমার মুক্তি আলোয় আলোয়’’ পরিবেশন করেন। ফুলে ফুলে ভরে ওঠে সন্‌জীদা খাতুনের মরদেহ রাখার বেদী।

সন্‌জীদা খাতুন, যিনি বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা এবং ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি, ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষাদানে ও সঙ্গীতচর্চায় অবদান রাখা সন্‌জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও সাহিত্য নিয়ে বিশাল কাজ করেছেন এবং ছায়ানটকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছেন। তিনি ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এবং নালন্দা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।

 

ছবি: সংগৃহীত

এছাড়াও সন্‌জীদা খাতুন ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’সহ একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার রচিত বইগুলো বাঙালি সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গীতচর্চা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
ভারতে ভয়ংকর মাদক ফেন্টানিলের উৎস! দাবি তুলসী গ্যাবার্ডের দপ্তরের
ছায়ানটে অশ্রু-গানে সন্‌জীদা খাতুনের শেষ বিদায়
মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে ১২ জনের আবেদন
রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
বেনাপোলে ৯৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক
মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত ৩০
র’কে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা  
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ (ভিডিও)
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি
স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন
আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা তামিমের
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত
ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ভাড়া আদায়
দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান
নওগাঁয় গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
এক হালি গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক, বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল
চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা