১ লাখ ৬০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখতে যাচ্ছে পৃথিবী
ছবি: সংগৃহীত
১ লাখ ৬০ হাজার বছর পর আবারও একটি বিরল ধূমকেতুর দর্শন পেতে যাচ্ছে পৃথিবী। নাসা জানিয়েছে, ধূমকেতু C/2024 G3 (অ্যাটলাস) আগামী কয়েকদিনের মধ্যে পৃথিবী থেকে খালি চোখে দেখা যেতে পারে, যা অত্যন্ত উজ্জ্বল এবং সূর্যের কাছাকাছি অবস্থান থেকে আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
সোমবার, ধূমকেতুটি সূর্যের সর্বাধিক নিকটবর্তী অবস্থানে পৌঁছায়, ফলে এর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধূমকেতু দেখতে হবে পেরিহেলিওনের আশেপাশে, যদিও এর দৃশ্যমানতা স্থান বিশেষের ওপর নির্ভর করবে। দক্ষিণ গোলার্ধের বাসিন্দাদের জন্য এটি সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে।
ধূমকেতু C/2024 G3, যেটি ৮৩ লাখ মাইল দূর দিয়ে সূর্য অতিক্রম করবে, এর গতিপথ পৃথিবী থেকে একেবারে বিরল বলে অভিহিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি এমন একটি ঘটনা যা ১ লাখ ৬০ হাজার বছরে একবার ঘটে।
এটি দেখতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুপারিশ করা হচ্ছে, যে তারা আলোকদূষণমুক্ত এলাকায় অবস্থান নিক এবং দূরবীন বা ছোট টেলিস্কোপ ব্যবহার করে আকাশের দিকে তাকিয়ে ধূমকেতুটির দৃশ্য উপভোগ করতে পারেন। বিশেষত, সূর্যোদয়ের আগে পূর্ব আকাশ এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে এটি দেখা যেতে পারে।
এই ধূমকেতুটি দেখতে চাওয়া ব্যক্তিদের সতর্ক থাকতে হবে, কারণ তার উজ্জ্বলতা নির্ভর করে অনেক সময় সূর্য এবং ধূমকেতুর অবস্থানের উপর। তাই, ধূমকেতুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা এর গতিপথ অনুসরণ করছেন।
শনিবার নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা ধূমকেতুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘কক্ষপথ থেকে ধূমকেতু দেখা সত্যিই বিস্ময়কর। অ্যাটলাস সি২০২৪-জি৩ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে।’