ইউপি সদস্য হতে চান সিঙ্গারা বিক্রেতা রাসিদা বেগম
চতুর্থ ধাপে মাদারীপুরের রাজৈর উপজেলার ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর। এই নির্বাচনে উপজেলার বাজিতপুর ইউনিয়নের পুরি-সিঙ্গারা বিক্রেতা রাসিদা বেগম অংশ নিচ্ছেন নারী ইউপি সদস্য পদে। তিনি সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে লড়ছেন। তার প্রতীক ক্যামেরা।
রাসিদা বেগম দীর্ঘ ২২ বছর ধরে বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের নতুন বাজারে পুরি-সিঙ্গারা বিক্রি করে আসছেন। সংসারে স্বামী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তিন মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে ঢাকায় দর্জির কাজ করেন। রাসিদার স্বামী মোকতার শেখ বাজারে পুরি-সিঙ্গারা বানানোর কাজে সহযোগিতা করেন।
নিজ এলাকার এবং আশেপাশের এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা চিন্তা করে রাসিদা বেগম জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। এতে তার স্বামীরও বেশ উৎসাহ রয়েছে। তার এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রার্থী রাসিদা বেগম বলেন, ‘আমি একজন গরিব মানুষ। এলাকার মানুষের নানা সমস্যার কথা চিন্তা করে আমি এই নির্বাচনে এসেছি। নির্বাচনে বিজয়ী হলে অসহায় মানুষের সেবা করব। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করতে চাই।’
এলাকায় রাসিদা বেগমের পুরি-সিঙ্গারা বেশ জনপ্রিয়। তাই নির্বাচিত হলে নিজের পুরি-সিঙ্গারার ব্যবসা বন্ধ করবেন না বলে জানিয়েছেন রাসিদা বেগম।
/এএন