তিন সন্তানকে নিয়ে বিষপান, বাবা-মেয়ের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে তিন সন্তানকে নিয়ে বিষপানের পর বাবা ও এক মেয়ের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জের ধরে আজ রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মৃতরা হলেন বাবা মো. আনোয়ার হোসেন (৪০) ও তার বড় মেয়ে রুহিনী আক্তার (৯)। আনোয়ার টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমদের ছেলে।
এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘আনোয়ার হোসেন স্ত্রী রেহেনা আক্তার ও চার সন্তানকে নিয়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় থাকতেন। পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে আনোয়ারের সঙ্গে রেহেনার ঝগড়া হয়। সন্ধ্যায় রেহেনা দেড় বছরের এক সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এ সময় আনোয়ার ও তার তিন সন্তান বাড়িতে ছিল।’
পরিদর্শক আরও বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আজ রবিবার (১২ ডিসেম্বর) সকালে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর আনোয়ারও বিষপান করেন। এতে আনোয়ার ও তার বড় মেয়ে রুহিনী বাড়িতেই মারা যায়। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় দুই সন্তানকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি শওকত হোসেন মিথুন সংবাদমাধ্যমকে বলেন, সকালে ‘বিষপানে অসুস্থ’ দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআইএইচ/