শিয়ালের মাংস বিক্রির দায়ে চারজনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় শিয়ালের মাংস বিক্রিয় দায়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। জেলার মুরাদনগর উপজেলায় ফেসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন
সোমবার (১৪ মার্চ) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম এ তথ্য নিশ্চিত করেন।
চার আসামি হলেন, মো. আলমগীর হোসেন (৫৫), উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর পাড়া গ্রামের মৃত আবদুর মশিদের ছেলে, একই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), মৃত সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং মো. মোস্তাফার ছেলে মো. জাহাঙ্গীর হোসেন।
বন বিভাগের কর্মকর্তা আবদুল মতিন বলেন, গত বৃহস্পতিবার (১০ মার্চ) মুরানগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে ফেসবুকে পোষ্ট দেন তারা। শফিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবি ও পাঁচশত টাকা কেজি দরে মাংস বিক্রির একটি পোস্ট দেন। বিষয়টি বন বিভাগের নজরে আসলে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে। হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে মাংস সরবরাহ করা হবে। এটি আইনত অপরাধদণ্ডনীয় অপরাধ তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান বন বিভাগ কর্মকর্তা।
কেএফ/