শেরপুরে ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
শেরপুরে ড্রামট্রাকের চাপায় নুরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৪ মার্চ) সকালে শহরের চাপাতলী এতিমখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়ি। তিনি রং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে জেলা শহরের খরমপুর থেকে কসবা কাচারীপাড়া শশুর বাড়িতে যাচ্ছিলেন নুরুল ইসলাম। তিনি চাপাতলী এতিমখানা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবীর সুমন বলেন, নূরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ড্রামট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, শেরপুরের ৫ উপজেলায় ট্রলি, ভটভটিসহ বেপরোয়া ঝুঁকিপূর্ণ সব ধরনের গাড়ি প্রধান সড়কে নিষিদ্ধ করেছি। তারপরও যারা রাতের আঁধারে এসব যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছেন। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
জেলা প্রশাসক মো.মোমিনুর রশীদ বলেন, জেলায় সব থানার ওসিদের বার্তা দেওয়া আছে, যেনো ড্রাম ট্রাক, ট্রলি, ভটভটিসহ ঝুঁকিপূর্ণ গাড়ি প্রধান সড়কে চলতে না পারে।
এসএন