রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে সোমবার (১৪ মার্চ) সকাল ৯ টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের একজন করোনার উপসর্গ এবং অন্যজন করোনা নেগেটিভ হওয়ার পর শারীরিক জটিলতা নিয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, এদিন করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি। করোনার লক্ষণ এবং অন্যজন নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা উপসর্গ নিয়ে যিনি মারা গেছেন তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপরজন রাজশাহী জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন কোনো করোনা রোগী ভর্তি হননি। একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে করোনা ইউনিটে ৩৪ শয্যার বিপরীতে ৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর আগের দুই দিন করোনায় মৃত্যু শূন্য ছিল রামেক হাসপাতাল।
ভর্তি নয়জন রোগীর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন পাঁচজন। করোনা নেগেটিভ রোগী আছেন তিনজন।
এদিন রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনজনের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। এ ছাড়া বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার নেমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৯ শতাংশ।
এসএন