ইয়াবা বিক্রির সময় ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এসে বিক্রির সময় তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক-বি-৪, ক্যাম্প- ১‘র বাসিন্দা মো. জুবায়ের, একই ক্যাম্পের ব্লক- ডি-৩’র বাসিন্দা মোহাম্মদ শাহ ও মোহাম্মদ আব্দুল্লাহ।
রবিবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় রোহিঙ্গাদের ইয়াবা বিক্রির খবর পায় র্যাব। রবিবার বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সরাসরি মিয়ানমার থেকে এসব ইয়াবা তারা পাচার করেন। পরে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসএন