২০৪১ সালে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, শ্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষণা করেছেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ। এ কারণে এখন থেকেই তরুণ সমাজকে জ্ঞানচর্চায় মনোযোগী ও বিনয়ী হিসেবে গড়ে উঠতে হবে। এর অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে গ্রীণ, ক্লিন ও সেফ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগসহ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার (১৩ মার্চ) বিকালে সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, এক সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার খরচ যোগাতে বাবার সঙ্গে মাঠে কাজ করতে হতো। অনেকে পড়ালেখার খরচ যোগাতে বিভিন্ন গার্মেন্টসে কাজ করত। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দূর-দূরান্ত থেকে গাড়িতে চড়ে ক্যাম্পাসে যেতে হতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা পূরণ করতে তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে গত ১৩ বছরে দেশ ডিজিটালাইজ হয়েছে। এখন ঘরে বসেই বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরির দরখাস্ত পাঠানো, জমির পর্চা তোলার পাশাপাশি তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে। এর মাধ্যমে গত ১৩ বছরে দেশে গড়ে উঠেছে প্রযুক্তি নির্ভর অর্থনীতি। তরুণ, মেধাবীরা এই প্রযুক্তিকে ব্যবহার করে নিজ আয়ের পাশাপাশি অবদান রাখছে বিশ্ব দরবারে।
আগামী চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের প্রযুক্তিতে দক্ষ হওয়ার বিকল্প নেই দাবি করে পলক বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক হিসেবে তরুণদের মেধার সঙ্গে প্রযুক্তির শক্তিকে সমন্বয় করতে হবে। এজন্য সৎ, মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী তরুণদের সমন্বয়ে ছাত্রলীগ কমিটি গঠনের ওপর জোর দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। এতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।