আগুনে পুড়ল পুলিশের জিম্মায় থাকা ১২ বাস
আগুনে পুড়ল ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের মালিকানাধীন ১২টি বাস। জব্দকৃত এসব বাস ফরিদপুর জেলা পুলিশের জিম্মায় ছিল।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে ১২টি বাসের মধ্যে প্রথমে ১টিতে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে অন্য বাসে ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ধারণা, আগুন ধরিয়ে না দিলে এভাবে জ্বলার কথা নয়।
এ প্রসঙ্গে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান একসঙ্গে ১২টি বাস জ্বলছে। আগুন ধরিয়ে না দিলে এভাবে আগুন জ্বলে ওঠার কথা নয়। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
এদিকে এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ব্যাপারে শনিবার (১২ মার্চ) রাতে বাদী হয়ে মামলা দায়ের করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফফার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়াও এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. ইমদাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার সংবাদমাধ্যমকে বলেন, বাস পুড়িয়ে দেওয়ার ঘটনাটির বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত কাজ শুরু করা হয়েছে। বাসগুলোর নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহরী শেখ মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যে বা যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআইএইচ