নীতিমালা ভঙ্গ করে নিয়োগ: তথ্যমন্ত্রীসহ চারজনকে লিগ্যাল নোটিশ
‘প্রতিনিধি নিয়োজন নীতিমালা’ ভঙ্গ করে বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিভির মহাপরিচালক ও উপ-মহাপরিচালকের (বার্তা) বিরুদ্ধে দ্বিতীয় লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) নিয়োগ বঞ্চিত আবেদনকারী গণমাধ্যমকর্মী ইউসুফ দেওয়ান রাজুর পক্ষে এ নোটিশ প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট নুরুল ইসলাম।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৫ মে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ প্রদানের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক ইউসুফ দেওয়ান রাজুসহ বেশ কয়েকজন প্রার্থী আবেদনপত্র প্রদান করেন। কিন্তু দীর্ঘদিনেও আবেদনকারীদের লিখিত বা মৌখিক পরীক্ষায় ডাকা না হলে আবেদনকারীরা খোঁজ-খবর নিয়ে জানতে পারেন যে জয়নাল আবেদিন নামে একজনকে নীতিমালা ভঙ্গ করে নিয়োগ প্রদান করা হয়েছে।
‘প্রতিনিধি নিয়োজন নীতিমালা’ অনুযায়ী বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা)কে সভাপতি করে পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়োগ বোর্ড গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। যে নিয়োগ কমিটি আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা যাছাইয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। কিন্তু কোনও প্রকার নিয়োগ কমিটি গঠন, লিখিত, মৌখিক পরীক্ষা গ্রহণ না করেই সম্পূর্ণ অন্যায় ও অবৈধ পথ অবলম্বন করে জয়নাল আবেদিন জয়কে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে একই বছরের ৪ অক্টোবর প্রথম দফায় লিগ্যাল নোটিশ প্রদান করেন আবেদনকারি ইউসুফ দেওয়ান রাজু।
তবে বিষয়টি আমলে নিয়ে লিগ্যাল নোটিশের প্রাপকেরা কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ না করায় দ্বিতীয় দফায় তাদের লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে বেআইনি, অন্যায় ও অবৈধ নিয়োগ বাতিল করে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ‘বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি নিয়োজনের নীতিমালা’ অনুসরণপূর্বক যোগ্য প্রার্থী নিয়োগের অনুরোধ করা হচ্ছে।
উল্লেখিত সময়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।
এসআইএইচ