বরিশালে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত
১৫তম আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসবের বিভাগীয় পর্যায়ে বরিশালে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভাশেষে নগরীর বিভিন্ন স্কুল-শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৪ মিনিটের র্জামানি চলচ্চিত্র 'জিম বাটন অ্যান্ড ওয়াইন্ড-১৫' প্রদর্শনী হয়েছে।
আলোচনা সভায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বরিশালের আহ্বায়ক তনিমা রহমান খানের সভাপত্বিতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, ইউনিসেফ বরিশাল অফিসের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, খেলাঘর বরিশাল জেলা কমিটি এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ প্রমুখ।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, 'মোবাইল ও কম্পিউটার গেইম, টিকটকসহ বিভিন্ন অপকর্মে শিশুরা আসক্ত হয়ে পড়ছে। তাই এমন আয়োজন শিশুদের মেধাবিকাশ ও সৃজনশীল চিন্তাভাবনায় ভূমিকা পালন করবে।'
এমন আয়োজন শিশুদের সুন্দর ভবিষ্যৎ-এর জন্য দেশের প্রতিটি জেলায় জেলায় আয়োজন করার দাবি জানান বক্তারা।
টিটি/